এবার নির্বাচনে স্বতন্ত্রদের কাছে হেরেছেন আওয়ামী লীগের বেশ কজন প্রভাবশালী প্রার্থী। গান আর অভিনয়ে দর্শক মাতিয়ে রাখলেও জনপ্রতিনিধিত্বে সাড়া ফেলতে পারেননি শিল্পীরাও। আওয়ামী লীগ ও তাদের শরীক দলের বড় নেতা থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রীদের অনেকেই এবার সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন। এসব হেভিওয়েটদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন।
হেরে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-
হবিগঞ্জ-৪ আসন থেকে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।
ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্লাহ।
জামালপুর-৪ আসনে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
মানিকগঞ্জ-২ আসনে হেরেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
বরগুনা-১ আসনে হেরেছেন পাঁচ বারের সংসদ সদস্য নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙ্গা।
পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে হেরে গেছেন সাত বারের এমপি আনোয়ার হোসেন মঞ্জু।
ঢাকা-১৯ আসনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।
রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে ছিলেন।
এর বাইরে আরও অনেক হেভিওয়েট প্রার্থী এবার স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেড়েছেন।