১০ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে ডেট করছেন কৃতি
হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন তার ১০ বছরের ছোট ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে ডেট করছেন। বর্তমানে গ্রিসের মাইকোনোস দ্বীপে তার ‘কথিত’ প্রেমিক কবিরের সাথে অবকাশ যাপনে রয়েছেন এই অভিনেত্রী।
যুক্তরাজ্যের ব্যবসায়ী কবির গ্রিসের যেই দ্বীপ থেকে একের পর এক ছবি, স্টোরি শেয়ার করছেন, সেখানে অভিনেত্রী কৃতিও বর্তমানে অবস্থান করছেন। এছাড়াও গোপন ধারণ করা বেশ কিছু ছবিতেও তাদের দুজনকে একসঙ্গেও দেখা গেছে।
ভারতীয় ক্রিকেটারদের বেশ ঘনিষ্ঠ কবির বাহিয়া। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার এবং বিশ্বকাপজয়ী তারকা ধোনীর সঙ্গেও রয়েছে এই ব্যবসায়ীর সুসম্পর্ক।
১৯৯০ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন কৃতি স্যানন। তার বয়স এখন ৩৪ বছর। অন্যদিকে, ১৯৯৯ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন কবির বাহিয়া। তার বয়স এখন ২৪ বছর। অর্থাৎ কৃতির চেয়ে ১০ বছরের ছোট তার প্রেমিক বলে ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে।