ঢাক উত্তর-দক্ষিন সহ মোট ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি উক্ত সিটি করপোরেশনগুলোতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এই ১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, খুলনা, রাজশাহী, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ।
ঢাকা উত্তর-দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার চারজন কর্মকর্তাকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগের অন্য একটি আদেশে ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান ও ৩২৩টি উপজেলার মেয়রকেও অপসারণ করা হয়েছে।
নাসিফ/এমএ//