চুয়াডাঙ্গার দর্শনা থানার বারাদী সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের মরদেহ ১৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুইটি ফেরত দেওয়া হয়। সন্ধ্যায় হস্তান্তরের পর রাতে ওই দুই যুবকের মরদেহ ছয়ঘরিয়া গ্রামে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০)। তারা গরু ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাতে বাড়াতি সীমান্তের ৮২ নম্বর পিলার দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান বেশ কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতের অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গোবিন্দপুর ৩২ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজেদুর ও মইনুদ্দীন।