১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল,সাকিবের বিরল রেকর্ড
যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারানোর পথে অনন্য এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। কাল যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭০০তম উইকেট।
বল হাতে ৭০০ উইকেট নেওয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব।
তার এমন অর্জনের দিনে রেকর্ড গড়ে ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয় টাইগাররা।