জায়েদ খান সম্প্রতি মালয়েশিয়াতে বাংলাদেশি কমিউনিটির একটি বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে আয়োজক কমিটি ১৬ জন বডিগার্ড নিয়োগ করেছিল দর্শক যেন তার কাছে ভিড়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটাতে না পারে। তবে শেষ পর্যন্ত জায়েদ খানকে রক্ষা করতে পারেনি তার দেহরক্ষীরা।
জানা যায়, প্রথমে জায়েদের জন্য ৪ জন পুলিশ ও ৪ জন সিভিলকে দেহরক্ষী হিসেবে নিয়োজিত করা হয়েছিল। কিন্তু তিনি আসার আগে থেকেই সেখানে নানা ধরনের স্লোগান শুরু করে বাংলাদেশি দর্শকেরা। পরে আয়োজক তার জন্য আরো ৮ জন দেহরক্ষী নিয়োগ দেয়। কিন্তু ১৬ জন দেহরক্ষীও তাকে আর রক্ষা করতে পারেনি।
জায়েদ খানকে একবার কাছ থেকে দেখতে ও ছবি তুলতে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছিল।
এ সম্পর্কে জায়েদ খান বলেন, এখানে দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছিল। তাদের চাপে একটু সাফোকেটেড হয়ে পড়েছিলাম। ১৬ জন বডিগার্ড ছিল কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া, আর আমি ভিড়ের মাঝখানে চাপের মধ্যে। পরে আমাকে গ্রিনরুমে ঢুকিয়ে কোনোরকম রক্ষা করা হয়।