নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানেকে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন কাঠমান্ডু জেলা আদালত। গত রোববার এ মামলার চূড়ান্ত শুনানি শুরুর পর বিচারক শিশির রাজ ধাকালের একক বেঞ্চ এ রায় দেন।
নেপালের লেগ স্পিনার লামিচানে দেশটির পোস্টার বয় হিসেবেই এতদিন পরিচিত ছিলেন। কিন্তু এই কাণ্ডের পর আন্তর্জাতিক অঙ্গনে সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নেপাল জাতীয় দলের সিনিয়র এই ক্রিকেটার শাস্তি হিসেবে কত দিন কারাভোগের নির্দেশ পাবেন, সেটি ঠিক করা হবে পরবর্তী শুনানিতে।
কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হলে গত বছরের ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। এর পরই নেপালের ক্রিকেট সংস্থা তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। ওই ঘটনার পর নেতৃত্ব থেকেও লামিচানেকে সরিয়ে দেয় নেপালের ক্রিকেট বোর্ড। তবে বোর্ড নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে বিশ্বকাপ বাছাইসহ গত সেপ্টেম্বর এশিয়া কাপে তার খেলার সুযোগ হয়।
তবে শুরু থেকেই নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছেন লামিচানে। স্থানীয় জনসাধারণও এক্ষেত্রে তার পাশে দাঁড়িয়েছে। তার পক্ষে নানামুখী প্রচারণা চলেছে সোশ্যাল মিডিয়ায়।