২৫ কোটি ডলার রাশিয়ায় পাচার করেছেন আসাদ: ফিন্যান্সিয়াল টাইমস
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে নগদ ২৫ কোটি ডলার রাশিয়ায় পাচার করেছেন বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।
এই অর্থের মধ্যে ১০০ ডলারের নোট এবং ৫০০ ইউরোর মুদ্রাসহ প্রায় দুই টন ব্যাংক নোট ছিল।
মুদ্রাগুলো মস্কোর ভেনুকোভো বিমানবন্দরে পৌঁছায় এবং পরবর্তীতে সেগুলো রাশিয়ার বিভিন্ন অনুমোদিত ব্যাংকে জমা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে আসাদের পরিবারের সদস্যরাও রাশিয়ায় সম্পত্তি কিনেছিলেন।
আসাদ পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ক্ষমতায় থাকার সময় রাশিয়ায় এই বিপুল অর্থ পাঠান।
২০২৩ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর আক্রমণের মুখে আসাদ সিরিয়া ত্যাগ করেন।
তার প্রস্থানের মধ্য দিয়ে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন।
গৃহযুদ্ধে প্রায় ৫ লাখ মানুষের প্রাণহানি এবং অর্ধেক জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি ঘটে।
সিরিয়ার সম্পদ লুটপাট ও যুদ্ধকালীন অর্থায়নে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আসাদ বহুবার সমালোচিত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ডেভিড শেঙ্কার জানান, শাসকদের জন্য অর্থপাচার নতুন কিছু নয়।
তারা সাধারণত নিজেদের বিলাসবহুল জীবনযাপনের জন্য এই পথ বেছে নেন।
সিরিয়ার বিষয়ক গবেষক আয়াদ হামিদ বলেন, রাশিয়া দীর্ঘদিন আসাদ সরকারের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে।
বিশেষ করে সিরিয়ার ফসফেট সরবরাহে রুশ কোম্পানিগুলোর সঙ্গে আসাদ সরকারের ঘনিষ্ঠতা ছিল উল্লেখযোগ্য।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন ডিবি পুলিশে হাতে গ্রেপ্তার।