গত ২৫ বছরে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে গুগল। সেই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি।
দুই দশকে শচীনের যেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি, সেই রেকর্ডের মালিক এখন বিরাট কোহলি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কিংবদন্তি শচীনকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন বিরাট।
পৃথিবী জুড়েই রয়েছে ‘কিং’ কোহলির সমর্থক। এই ভারতীয় ব্যাটারের জনপ্রিয়তা ঠিক কতটা, এবার সেটি প্রকাশ পেয়েছে গুগলের মাধ্যমে। বৈশ্বিক এই সার্চ ইঞ্জিন জায়ান্ট গত ২৫ বছরের সবচেয়ে বেশি সার্চের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটারদের তালিকার সবার শীর্ষে আছেন বিরাট কোহলি।