রাবিপ্রবি প্রতিনিধিঃ দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পরে ফের চালু হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।
আগামীকাল (২৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ক্যাফেটেরিয়া। মঙ্গলবার (২২ এপ্রিল) রাবিপ্রবি ক্যাফেটেরিয়া বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আহবায়ক ও টিএইচম বিভাগের সহকারী অধ্যাপক মোসা: হাবিবা বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাফেটেরিয়া মনিটরিং কমিটির আহবায়ক জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া আগামীকাল থেকে চালু করা হবে। আজ উপাচার্য মহোদয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করছেন। ইতোমধ্যে ইজারা সংক্রান্ত সকল কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরো জানান, ইজারা সংক্রান্ত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত বছরের ডিসেম্বরের শেষের দিকে বন্ধ হয়ে যায় ক্যাফেটেরিয়া। পরবর্তীতে ক্যাফেটরিয়া পুনরায় চালু করার উদ্যোগ নিয়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করে গত ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে মেসার্স মিত্র এন্টারপ্রাইজ এর সাথে চুক্তি সাক্ষরিত হয়।
এদিকে ক্যাফেটেরিয়া চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রাবিপ্রবি ক্যাফেটেরিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।