দূর্গাপূজা উপলক্ষে ৩ হাজার টনের পরিবর্তে ২ হাজার ৪২০ টন ইলিশ যাবে ভারতে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়।
২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পাওয়ার শেষ সময় ছিল। এ সময়ে ৪৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির আবেদন করেছে। তাদের মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করার অনুমোদন পেয়েছে।
তবে নতুন ও পুরোনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই-বাছাই করে আটটি শর্ত মেনে চলা সাপেক্ষে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোকে। এই অনুমতির মেয়াদ থাকবে আসছে ১২ অক্টোবর পর্যন্ত।
এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে নেতিবাচক মন্তব্য করলেও গত ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়।
এর পরদিন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ‘বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে।’
আরএস