ববি প্রতিনিধি
প্রতিটি মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। কেউ স্বপ্ন দেখে বড় রাজনীতিবিদ হওয়ার, আবার কেউ দেখে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কেউবা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। তবে সবচেয়ে বেশি ছাত্র-ছাত্রীরা চায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হতে। অনেক ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে।
বিসিএস একটা দীর্ঘমেয়াদি পরীক্ষা। সার্কুলার থেকে প্রিলি, রিটেন, ভাইভা, ভেরিফিকেশন থেকে নিয়োগ পর্যন্ত। এই দীর্ঘ সময়ে অনেক টেনশন, হতাশা আসে। কিন্তু ধৈর্য ধরতে হয়। স্বপ্নকে ছুয়ে দেখতে প্রতিজ্ঞা করতে হয়। পরিশ্রম করতে হয়। একটা সময়ে অগ্নিপরীক্ষার কাঙ্খিত ফলাফল হিসেবে আসে সফলতা-
এবার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ৪৩ তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হয়েছেন মোট ১৪ জন।
বুধবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত গ্রুপগুলো ঘেঁটে এ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।
সুপারিশ প্রাপ্তদের মধ্য প্রশাসন ক্যাডারে দুজন,
একজন লোকপ্রশাসন বিভাগের এম এইচ সাব্বির, অন্যজন রসায়ন বিভাগের মরিয়ম আক্তার।
পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ১জন হলো মার্কেটিং বিভাগের মোঃ রুহুল আমিন।
এছাড়া ট্যাক্সেশন বিভাগেও সুপারিশ প্রাপ্ত হয়েছেন মালিহা বাশার বুশরা নামে গণিত বিভাগ অন্য একজন শিক্ষার্থী।
অন্যদিকে বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত অন্য দশ শিক্ষার্থীরা হচ্ছেন সাহীদ খান- গণিত বিভাগ, মেহেদি হাসান রাজু-উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সোহাইব আহমেদ- উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সোহেল মাহমুদ হিমু-ইংরেজি বিভাগ, সুচি আক্তার – ইংরেজি বিভাগ, আসাদ বিন মোসাররফ- পদার্থবিজ্ঞান বিভাগ, কাজী মোহাম্মদ রাজিব-একাউন্টিং এন্ড
ইনফরমেশনস সিস্টেমস বিভাগ, মেহেদি এইচ নোমান -রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোঃ রুবেল সরদার – বাংলা বিভাগ ও এইচ এম বেলায়েত – ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগ।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া কে জিজ্ঞেস করলে তিনি আনন্দ প্রকাশ করে বলেন শিক্ষার্থীদের এ অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য অন্যরকম প্রাপ্তির! তিনি জানান শিক্ষার্থীদের পড়াশোনা কেন্দ্রিক সফলতার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে ড. জাফর ইকবাল, ড. আনোয়ার হোসেন ও সৈয়দ মেসবাহ কামাল এর মত গুনী ব্যক্তিত্বদের নিয়ে ক্যারিয়ার গঠনমূলক কর্মশালা আয়োজনের মাধ্যেম তাদের ক্যারিয়ার মুখী করার নিমিত্তে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ তিনি সুপারিশ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা পোষণ করে বক্তব্য শেষ করেন।
মেহেদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়