জবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবাদ র্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন জনসন রোডে এই প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, দেশ যখনই সংকটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংকট উত্তরণে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে। দেশের ঐতিহাসিক সকল আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। তাই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীনদের আহ্বান জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি এম এ ফয়েজ, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান রুমি, ওয়াহিদুজ্জামান তুহিন, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক আরমান হোসেন, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ প্রমুখ।
মো. জুনায়েত শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি