বার্সেলোনায় পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না। বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ তার দলকে শিরোপার লড়াইয়ে রাখতে না পারলে মৌসুমের শেষে ক্লাব ছাড়বেন বলে জানিয়েছিলেন বেশ করেকবার।
ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হেরেছে তার দল। তাই চলতি মৌসুম শেষেই দলের দায়িত্ব ছাড়বেন তিনি।
১৯৬৩ সালের পর কাতালান জায়ান্টরা প্রথমবারের মতো ঘরের মাঠে পাঁচটি গোল হজম করেছে। এই হারে তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
ক্লাব ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়ে জাভি বলেন, “আমি ৩০ জুন চলে যাব। ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও আমি আমার সিদ্ধান্ত বদলাব না। আমি আগামীকাল খেলোয়াড়দের বলব- আমি দায় সবচেয়ে বেশি। অবশেষে তারা মুক্ত অনুভব করতে পারবে। ”
২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পরের মৌসুমেই জিতিয়েছেন লিগ শিরোপা ও স্প্যানিশ সুপার কাপ।