দেশব্যাপী জারি থাকা কারফিউ আগামী ৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
রবিবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই আশা গণমাধ্যমে প্রকাশ করেছেন।
এ সময় তিনি বলেন, কারফিউ প্রতিদিনই শিথিল হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ। আগামীতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা আলাদা ইন্টারনেট চেয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। খাত সংশ্লিষ্টদের আজকের মধ্যে ক্ষতির পরিমাণ লিখিত আকারে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
চলমান পরিস্থিতিতে পাঁচটি সমস্যা চিহ্নিত করতে পেরেছেন বলে মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রাম পোর্টে সমস্যার কথা, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কথা বলেছেন। সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করবেন বলে জানিয়েছেন