ববি প্রতিনিধি
বাংলাদেশে ক্রিকেট একটি খেলা না, তার থেকেও অনেক বেশি কিছু। বর্তমানে বাংলাদেশের ক্রিকেট দেশের ১৬ কোটি মানুষের রক্তে মিশে যাওয়া নেশা! বর্তমানে এমন কোনো বাংলাদেশী কিশোর নেই যে কিনা জীবনে একবার ক্রিকেটার হওয়ার কথা ভাবেনি। তর্ক সাপেক্ষে বলা হয় আমাদের পাশের দেশ ভারত অপেক্ষা আমাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বেশি। বাঙালির ক্রিকেট পাগলামোর নজির ছড়িয়ে আছে সবখানে। বিদ্যুৎ বিচ্ছিন্ন মফস্বল থেকে দেশের প্রানকেন্দ্র ঢাকা, গ্রামের প্রাইমারি বিদ্যালয় থেকে উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয়, সবখানেই রয়েছে ক্রিকেট জনপ্রিয়তা। রাত গভীর হতেই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোর, একাডেমিক ভবন ও হলের চারপাশে জ্বালানো ফ্লাশ লাইটের আলোতে ব্যাট বল স্ট্যাম্প নিয়ে শুরু হচ্ছে খেলা। দারুন হইচই আর আনন্দ সময় কাটছে তাদের। অনেক সময় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষকরা এসে যোগ দিচ্ছেন তাদের সাথে। তাতে আনন্দের মাত্রা আরো দ্বিগুণ হচ্ছে তখন।
গত ২৪ ডিসেম্বর হতে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা হলেও পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য ১৬ তারিখ বিজয় দিবস এর পর হতেই ক্যাম্পাস ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা । তবে বেশ কিছু শিক্ষার্থী রিসার্চ , টিউশন ও অন্যান্য কারণে এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন । ক্লাস ও কাজের ব্যস্ততা না থাকায় ক্রিকেট পাশাপাশি অন্যান্য খেলাধুলা ও ঘুরা ফেরা করে সময় কাটছে তাদের।
ছুটির সময় ছাড়াও মুক্তমঞ্চের সামনে ও সেন্ট্রাল প্লে গ্রাউন্ডে ডিপার্টমেন্ট বা ব্যাচ ভিত্তিক বিভিন্ন ধরনের ডে ও নাইট শর্টপিচ টুর্নামেন্ট আয়োজন করে থাকে ডিপার্টমেন্ট গুলোর শিক্ষার্থী, বিভিন্ন ধরনের সামাজিক ও জেলা এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ । ক্রিকেট খেলার পাশাপাশি নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক সন্ধার আয়োজন হয় একইসাথে। তখন একটা উৎসব মুখর পরিবেশে মুখর হয়ে ওঠে ক্যাম্পাসের চারিধার।
গত ২৩ ডিসেম্বর রাতে খেলা ধুলা চলা কালিন সময়ে আমাদের ক্যাম্পাস প্রতিনিধি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ে দশম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী অনিক মজুমদার জানান সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্তি কাটাতে বা রিফ্রেশমেন্টের জন্য শিক্ষার্থীরা একসাথে ক্রিকেট ও ব্যাডমিন্টন সহ নানাবিধ ধেলাধুলা করছে। একসাথে খেলাধুলার কারনে সিনিয়র জুনিয়ন মেলবন্ধন আরো দৃঢ় হচ্ছে। পড়শোনায় মনযোগ বৃদ্ধি পাচ্ছে।
লোকপ্রশাসন বিভাগের ১১ তম ব্যাচের অন্য এক শিক্ষার্থী শোয়েব হাওলাদার আনন্দ প্রকাশ করে বলেন শীতকালে এ ধরনের খেলাধুলা শারিরিক ও মানসিক ভাবে তাদেরকে সুস্থ থাকতে সাহায্য করছে। এছাড়া এতে শরীর চর্চার পাশাপাশি সকল বিভাগের শিক্ষার্থীদের মাঝে সামাজিক সম্প্রিতির একটা মেলবন্ধনের সৃস্টি হচ্ছে। যা তাদের ভবিষ্যত জিবনে সফলতার জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে।
মেহেদি হাসান,
বরিশাল বিশ্ববিদ্যালয়