জেলে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্রিটেনের মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরবর্তী চ্যান্সেলর হওয়ার জন্য আবেদন করেছেন। এমনটি বলেছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর আল জাজিরা।
লন্ডনে তাদের মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্র ইমরান।
এ প্রসঙ্গে বুখারি বলেন, এটি এমন এক আনুষ্ঠানিক পদ যা অত্যন্ত মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ। অক্সফোর্ডের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় নামগুলোর অন্যতম ইমরান খান। তাকে চ্যান্সেলর হিসেবে দেখা সত্যিই চমৎকার হবে।
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেবল কলেজের একজন সম্মানসূচক ফেলো। সেখানে তিনি ১৯৭২ সালে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি (পিপিই) নিয়ে পড়াশোনা করেছিলেন।
তোষাখানার রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং এ সংক্রান্ত তথ্য গোপন করার অপরাধে গত বছরের ৫ আগস্ট ইমরান খানকে জেলে বন্দী করা হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয় এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হলেও বর্তমানে এসব সাজা বাতিল করা হয়েছে।