আসন্ন চলচিত্র শিল্পি সমিতি নির্বাচনে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজলের প্যানেলের বিপরীতে নির্বাচন করছেন চিত্রনায়িকা অঞ্জনা। নির্বাচনের আগে এর মধ্যেই চেক ডিসঅনারের জন্য চিত্রনায়িকা অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।
জানা গেছে,গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন অঞ্জনা। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন ডিপজলকে। তবে ছয় মাস পার হয়ে গেলেও টাকা ফেরত দেননি অঞ্জনা।
ডিপজল টাকা ফেরত চাইলে অঞ্জনা এ বছরের ২২ ফেব্রুয়ারি ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়।
এ প্রেক্ষিতে, টাকা পরিশোধ করার জন্য ডিপজল অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।