পোশাক নিয়ে যেখানে আলোচনা, সেখানে বি-টাউনের অভিনেত্রী উরফি জাভেদের নাম থাকবে না তা কি করে হয়! কখনও অ্যালুমিনিয়াম পাত গায়ে জড়িয়ে, কখনও কেবলই কয়েকটি সুতোয় নিজেকে সাজিয়েছেন চর্চায় এসেছেন। এবারও অদ্ভুত পোশাক গায়ে জড়িয়ে আলোচনার জন্ম দিয়েছেন বি-টাউনের অভিনেত্রী উরফি জাভেদ।
এবার উরফি গায়ের মধ্যে জড়িয়ে রয়েছে গোটা সৌরজগৎ। জানা গেছে, উরফি এবার অভিনয় করতে চলেছেন একটি ওয়েব সিরিজে। অর্থাৎ ওয়েব সিরিজের দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন তিনি। ফলো করলো ইয়ার সিরিজে দেখা যাবে তাকে। আর সেই সিরিজ মুক্তির আগেই আমাজনের লঞ্চ ইভেন্টে আউটফিটে সৌরজগৎকে সঙ্গে করে দেখা গেল উরফিকে।