সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সমগ্র দেশের প্রাথমিক বিদ্যালয়সমূহ আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (৩ আগস্ট) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ বিষয়টি নিশ্চিত করেন।
মাহবুবুর রহমান তুহিন বলেন, “সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমরা পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসায় রবিবার (০৪ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আপাতত ক্লাস-পরীক্ষা বন্ধই থাকছে।”
গত বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠক শেষে ৪ আগস্ট থেকে প্রাথমিকভাবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে বলে জানানো হয়। তবে সমসাময়িক পরিস্থিতির কারণে আবারও রদ করা হলো এই সিদ্ধান্ত।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরুর পর গত ১৬ জুলাই থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছাড়াও, ০১ জুলাই থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে থমকে যায় দেশের শিক্ষাঙ্গণগুলোতে পাঠদান কার্যক্রম। পরে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠলে বন্ধ করে দেওয়া হয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।