চলমান কোটা আন্দোলনে সৃষ্ট সহিংস পরিস্থিতির পরিপেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার মধ্যে সকল আবাসিক হলের ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে সকল আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হলে অবস্থানরত সকল শিক্ষার্থীদের ১৭ জুলাই দুপুর ১টার মধ্যে ছাত্রদের এবং ১৮ জুলাই সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান নেন। পরে সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে এ আন্দোলন ছড়িয়ে পরে। সবশেষ কোটা আন্দোলনের উপর প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য কে কেন্দ্রে করে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় ছাত্রলীগ ও আন্দোলনকারীরা।