অন্তঃসত্ত্বা হয়েও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাড়ুকোন। রণবীরের হাত ধরে পালি হিলে ভোট দিতে পৌঁছেছিলেন হবু মা। এসময় সাদা ওভার সাইজ শার্ট আর ডেনিমে স্পষ্ট দেখা গেছে নায়িকার বেবি বাম্প।
ভোট দিয়ে বেরোনোর সময় নিজের বেবি বাম্পে আলতো করে হাত রাখতে দেখা গেল দীপিকাকে। গত ফেব্রুয়ারিতে এ দম্পতি অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে সন্তান প্রসব করতে চলেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘সিংঘম’-এর শুটিং করেছেন দীপিকা। এই সিনেমায় দীপিকার সাথে অভিনয় করবেন রণবীর সিং।