অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যম সত্য কথা বলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের আগে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এখনও গণমাধ্যম সত্য কথা বলতে পারছে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্ররা আন্দোলন করেছেন, তা এখনও দৃশ্যমান নয়।
এই বিএনপি নেতা আরও বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা আমাকে হামলা করে রক্তাক্ত করেছে। আমার বাড়িতে হামলা করে আমার পরিবারের সদস্যদেরও নানাভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু দেশে হিন্দু সম্প্রদায়ের এত সংগঠন থাকা সত্ত্বেও কেউ নিন্দা, প্রতিবাদ কিংবা সমবেদনা জানিয়ে কোনো বিবৃতি দেননি আমি বিএনপির রাজনীতি করায়।”