দেশব্যাপী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ৪৭৭ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া অন্যান্য মামলায় পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮৭০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুইটি রামদা এবং তিনটি হেমার উদ্ধার করেছে।
এর আগে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে আরও ৯৪৮ জনকে আটক করা হয়েছিল।
এ নিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত অভিযানে মোট ৪,৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকার গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।