চলতি মাসের ৯ তারিখে রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। জিডিতে তিনি ৩৪ ব্যক্তি, ব্লগার ও ইউটিউব চ্যানেলের কথা উল্লেখ করেছিলেন। অরুচিকর, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে এই চিত্রনায়িকার করা জিডির প্রেক্ষিতে দুই নারীসহ তিনজনকে ডেকে সতর্ক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি)।
সিটিটিসি’র ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোস্টে বলা বলেছে, “সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন। অভিনয়শিল্পী অপু বিশ্বাসও এ ধরনের অপরাধের শিকার হন। তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে।”