অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল অভিনয় শিল্পী সংঘের নিজস্ব জায়গা বুঝে পাওয়ার কথা। এবার সরকারের কাছ থেকে সাড়ে তিন কাঠা জমি বুঝে পেয়েছেন। রাজধানীর আফতাব নগরে দেওয়া হয়েছে জায়গাটি।
গতকাল শুক্রবার,জেলা প্রশাসন ঢাকা এর কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সেই জমিতে গড়ে তোলা হবে তাদের স্বপ্নের ভবন ‘অ্যাক্টরস হোম’। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
আহসান হাবিব নাসিম তার ফেসবুকে লিখেছেন, শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকা’র কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। কেননা দীর্ঘদিন বিষয়টি নিয়ে চেষ্টা চলছিল। অবশেষে জায়গা বুঝে পাওয়াটা অভিনয় শিল্পী সংঘের একটি সফলতা বলে মনে করছি। শিল্পীদের প্রশিক্ষণ, মিটিং, একসঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে এটি। ওই জায়গা থেকে আজ আমাদের আনন্দের দিন।