কোটা সংস্কার আন্দোলনের উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ।সারাদেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সময়টা আরও বেশি একঘেয়ে, বিরক্তিকর আর উৎকণ্ঠার হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বিগ্ন। এদিকে নেটদুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি নিজের প্রকৃত স্বজন খুঁজে পেয়েছেন। ইন্টারনেট চালু হওয়ার পর ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
পরীমণি ফেসবুক পোস্টে লিখেছেন, ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার পরে যারা কল করে আপনার খোঁজখবর নিয়েছে, তারা কিন্তু আপনার আসলেই প্রকৃত স্বজন-বান্ধব।