জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, গত ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারতের কাছে এক ধরনের পুতুল রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ যখন নিজেদের হারানো মর্যাদা ফিরে পেতে সচেষ্ট, ঠিক সেই সময়েই ভারত সীমান্তে উত্তেজনার সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৩ মে) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকায় যুব সমাজ আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন আরও বলেন, দেশের জনগণ এখন সম্মানের ইস্যুতে ঐক্যবদ্ধ। সীমান্তে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিবি) পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে প্রাপ্ত একটি তাৎপর্যপূর্ণ শিক্ষা।
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাসম্পন্ন সম্পর্ক বজায় রাখাকে এনসিপি অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।
তিস্তা অঞ্চল নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এরইমধ্যে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, যা বাস্তবায়িত হলে তীরবর্তী এলাকার আর্থসামাজিক চিত্র বদলে যাবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, উত্তরাঞ্চলের অর্থনৈতিক জোনগুলো দ্রুত দৃশ্যমান করতে কার্যকর উদ্যোগ গ্রহণের।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে তিনি সোমনারায়ন এলাকার ওঁরাও সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।