কোটা ইস্যুতে দেশ কিছুটা শান্ত হয়েছে তখনই দেখা যাচ্ছে বিভিন্ন স্থান থেকে উঠিয়ে নেয়া হচ্ছে ছাত্র সহ বিভিন্ন পেশার মানুষকে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের প্রধান তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়ে যায় একদল সাদা পোশাক ধারী পুলিশ সদস্য তারা নিজেদের ডিবি পুলিশ দাবি করেন । জানা গিয়েছে চলমান অবস্থায় তাদের নিরাপত্তা ব্যাবস্থার কথা চিন্তা করে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায় তারা। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত তাবাসসুমকে মিরপুরে তার আত্মীয়র বাসা থেকে আজ ভোরে তুলে গিয়েছে ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক।
নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যায়ণরত একজন ছাত্রী। সে ছাত্র রাজনীতির সঙ্গেও জড়িত।
শামসুন্নাহার হলের আবাসিক এই শিক্ষার্থীকে আজ ২৮ জুলাই, ২০২৪ ভোর আনুমানিক ৫ টার দিকে মিরপুর রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে সাদা পোশাকে আসা ডিবি পুলিশ পরিচয়ে ১০-১৫ জন সশস্ত্র লোক গেট ভেঙে তার বাসায় ঢুকে গাড়িতে তুলে নিয়ে যায়।
আত্মীয়দের দেয়া তথ্য অনুযায়ী নুসরাত তাবাসসুমকে তারা মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে তার মা-বাবা কুষ্টিয়া থেকে ঢাকায় আসছেন।