রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আলোচিত রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বরাবর দায়িত্ব হতে অব্যাহতি গ্রহণের আবেদন করেন তিনি।
আবেদনপত্রে তিনি লেখেন, রেজিস্ট্রার পদে আমার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং শেষ হয়ে যাবে। বর্তমানে আমার শারিরীক অসুস্থতার কারণে আমি আজ ১৪/১০/২০২৪ ইং তারিখ হতে রেজিস্ট্রার পদের দায়িত্ব হতে পদত্যাগ/অব্যাহতি গ্রহণ করলাম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন,
“উনি (প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী) ছুটি নিয়ে গিয়ে আর আসেননি। ১২ তারিখের অনুষ্ঠানে ওনার আসার কথা ছিল সেদিনও আসেননি। পরে আমি ওনাকে কল করাই। একজন রেজিস্ট্রার যদি এমন ঘটনা ঘটান, তবে পরবর্তীতে তাঁর কী হবে তা আমি তদন্ত কমিটির মাধ্যমে জানতে পারব।”