এবার অরিজিতের লাইভ কনসার্টে এক মহিলা ভক্ত অন্যরকম কাণ্ড ঘটিয়ে বসলেন। কনসার্ট চলাকালীনই গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারলেন ওই মহিলা অনুরাগী।
এই কনসার্টটি ছিল নেপালে। সেখানে অরিজিৎ-র গান শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করেছিলেন। কনসার্টের উন্মাদনা যখন তুঙ্গে তখনই এক মহিলা ভক্ত নিজের উর্ধাঙ্গের পোশাক খুলে ছুঁড়ে দেন অরিজিৎ-র দিকে। সেই পোশাকের উপর একটা অটোগ্রাফ দেওয়ার আবেদন জানান ঐ ভক্ত।
এতে রীতিমত লজ্জায় পড়ে যান অরিজিৎ। যদিও লজ্জা কাটিয়ে মহিলা ভক্তের টপে সই তিনি করে দেন। অটোগ্রাফ করা টপটি ফিরিয়ে দেন মহিলা ভক্তের হাতে। সম্প্রতি সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কেউ তাতে হাসির ইমোজি দিচ্ছে তো কেউ বলছে, ‘সই করার জন্য ভদ্রস্থ কিছু একটা দিতে পারল না?’ তবে সবে মিলিয়ে ভক্তরা ভালোই মজা নিচ্ছে।