সম্প্রতি অর্ধনগ্ন অবস্থায় এলোমেলো চুলে চোখেমুখে চাপা কান্নার অভিব্যক্তি নিয়ে হোটেল থেকে বের হতে দেখা যায় মার্কিন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্সকে। ব্রিটনির এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রীর পরনে ছিল অন্তর্বাস। উন্মুক্ত শরীরে একটি চাদর কোনোরকমে জড়ানো ছিল। আর বুকে চেপে রেখেছেন একটি বালিশ।
গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী গায়িকা ব্রিটনি স্পিয়ার্সকে এমন অবস্থায় দেখে হতবাক তার ভক্ত-অনুরাগীরা। তাদের প্রশ্ন— ব্রিটনির এ অবস্থা কীভাবে হলো?
এক প্রতিবেদনে হতে জানা যায়, প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হোটেল থেকে অর্ধনগ্ন অবস্থায় এভাবে বের হন ব্রিটনি।
ঘটনার বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে ব্রিটনি লেখেন, গত রাতে আমার গোড়ালিতে মোচড় লেগেছিল,বসার ঘরে বোকারমতো লাফানোর সময়ে পড়ে যাই, তারপর এটা ঘটে। বেআইনিভাবে প্যারামেডিকদের একটি টিম আমার দরজায় আসে। এরপর এসব ঘটলো। আমি মনে করি, আমি হেনস্তার শিকার হয়েছি।