নিউজ ডেস্ক: অলিম্পিকে একই ইভেন্টে টানা ৫ বার স্বর্নপদক জিতে রেকর্ড গড়লেন কিউবার রেসলার মিহাইন লোপেজ।অলিম্পিকের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে টানা পঞ্চম ব্যক্তিগত স্বর্ন জয়ের রেকর্ড এখন তার নামে।
৬ আগস্ট (মঙ্গলবার) রাতে এই অন্যন্য কীর্তি গড়েন তিনি। জয়ের মধ্য দিয়ে লুইস ও ফেলপসের মতো কিংবদন্তিদের পেছনে ফেলেন লোপেজ।
রেসলিংয়ের ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের ফাইনালে চিলির প্রতিনিধি ইয়াসমানি আকোস্তাকে হারিয়ে সোনা জেতেন লোপেজ।
এত দিন একক ইভেন্টে টানা চারটি ব্যক্তিগত সোনা জয়ের রেকর্ড ছিলো লোপেজের পাশাপাশি মাইকেল ফেলপস,কেটি লেডেকি,লুইস, আল ওয়েরত,কাউরি ইচোর,এবং পল এলভেস্ট্রম এর দখলে।নিজের অংশগ্রহণ করা অলিম্পিকে লোপেজের পারফরম্যান্সও ঈর্ষণীয়। ২২ জয়ের বিপরীতে হেরেছেন মাত্র একবার।শেষবার এই হার এসেছিলো ২০০৪ সালের এথেন্স অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে।
বখতিয়ার//