নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের শোবার ঘর লক্ষ্য করে চার রাউন্ড ‘গুলি’ ছুড়ার ঘটনা ঘটেছে। এ সময় এসিল্যান্ড তাঁর ঘরে অবস্থান করছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, এসিল্যান্ড রেজাউল করিম নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে সরকারি কোয়ার্টারের একটি ফ্ল্যাটে বসবাস করেন। গতকাল রাতে এসিল্যান্ড তাঁর বাসায় অবস্থান করছিলেন। রাত ২ টার দিকে তাঁর শোবার ঘর লক্ষ্য করে কে বা কাহারা গুলির মতো বস্তু ছোড়ে। এ সময় শব্দও হয়। এসিল্যান্ডের কাছ থেকে ঘটনাটি শোনার পর রাতেও থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসিল্যান্ডের ঘরে গোলাকার চারটি ধাতব বস্তু পাওয়া গেছে। তাঁর ঘরের জানালায় গোলাকার চারটি ফুটোও দেখা গেছে। এটি কোনো আগ্নেয়াস্ত্রের গুলি কিনা পুলিশ সেটি তদন্ত করছে।
এ বিষয়ে মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকিরুল ইসলাম জানান, এসিল্যান্ডের বাসা থেকে যেসব ধাতব বস্ত পাওয়া গেছে সেগুলো আগ্নেয়াস্ত্রের গুলি কিনা তা তদন্তের জন্য পুলিশের বিশেষ ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে আসলে সেগুলো কি। কে বা কারা, কি উদ্দেশ্যে এই কাজটি করছে তাঁদেরকে চিহ্নিত করতে তদন্ত চলছে। যারাই এটা করুক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে জানতে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি।
নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে গুলি সদৃশ্য চারটি ধাতব বস্তু ছোড়া হয়েছে। এসব ধাতব বস্তু এসিল্যান্ডের বাসার জানালার গ্লাস ভেদ করে ভেতরে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এটি ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরিফুল ইসলাম রনক