গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সমাহার নিয়ে আইটিইটিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়।
EMMTEX SOLUTIONS BD LTD.-এর পৃষ্ঠপোষকতায় ২৮ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণে শীতকালীন “পিঠা উৎসব ২০২৪” অনুষ্ঠিত হয়। এ উৎসবটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটি এবং আইটিইটি-বাংলাদেশ কর্তৃক আয়োজিত হয়, যেখানে নানা ধরনের পিঠার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ইঞ্জি. মোহাম্মদ আসিফুল আলম আসিফ। এছাড়া উৎসবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি, আইটিইটির আহ্বায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. শামসুজ্জামান (সিআইপি), যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. এটিএম সামসু উদ্দীন খান, বুটেক্সের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. মোঃ জুলহাস উদ্দীন, হংকং জেনারেল চেম্বারস অব কমার্স এর সম্মানিত চেয়ারম্যান (এশিয়া, আফ্রিকা ও মিডল ইস্ট) ইঞ্জি. দেওয়ান সাইফুল আলম মাসুদ, ইঞ্জি. মো. সায়েদুর রহমান সাঈদ, ইঞ্জি. একেএম মহসিন আহমেদ, ইঞ্জি: ফারহানা ইকবাল, ইঞ্জি. মিজানুর রহমান, ইঞ্জি. আমিনুল ইসলাম, ইঞ্জি. খালেদুল ইসলাম মিথুন, ইঞ্জি. আইয়ুব হোসেন মুকুল ছাড়াও বর্তমান কমিটির সদস্যবৃন্দ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারবৃন্দ।
অনুষ্ঠানে সিনিয়র নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন বর্তমান কমিটির সদস্য সচিব ইঞ্জি. মো. এনায়েত হোসেন। সার্বিক সঞ্চালনায় ছিলেন সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ইঞ্জি. মোহা: মইদুল ইসলাম (মঈদ) ।