আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
তবে চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আদালত থেকে কারাগারে যাওয়ার পথে তার অনুসারীরা বাধা দেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে চিন্ময়ের অনুসারীরা। এ ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। যবিপ্রবিতে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আরো খবর পড়ুন ।
আরএস