ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বাংলাদেশের আইন অঙ্গনে ভূমিকা অবিস্মরণীয়। ইবিতে গুণীজন সংবর্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শনিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন অঙ্গনে খুবই পারদর্শী। তা বর্তমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মনজুুরুল হক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরুল হুদা আনসারীর দিকে তাকালেই বোঝা যায়৷ তাঁরা ইবির সাবেক শিক্ষার্থী ও বার এসোসিয়েশনের দুটো বড় পদে দায়িত্ব পালন করছেন। বার কাউন্সিলের বিভিন্ন ভাইভা বোর্ডে গেলে আমি লক্ষ্য করি ইবির শিক্ষার্থীরা খুব ভালো করে। তা অবশ্যই ইবির শিক্ষকদের অবদানের ফলে সম্ভব হয়েছে। তবে মুট কোর্ট প্রতিযোগিতায় কখনও ইবিকে ভালো করতে দেখিনি। আশা করবো এটাতেও ভবিষ্যতে ভালো করবে। এতে প্রাক্তন ছাত্রদের নিয়ে নিয়মিত মুট কোর্ট পরিচালনা করা যেতে পারে। পাশাপাশি বিভিন্ন সময় সুপ্রিমকোর্ট পরিদর্শন করতে আহ্বান করবো। এতে কিভাবে কোর্ট পরিচালনা করা হয় তা হাতে-কলমে শিখতে পারবে।’
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল এ. এম আমিন উদ্দিন। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ মনজুরুল হক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরুল হুদা আনছারী।
প্রধান আলোচক হিসেবে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. কে এম মাসুদ রুমী ও এ্যাড. বি এম আব্দুর রাফেল। স্বারক বক্তা ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান ও স্বাগত বক্তা ছিলেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এ.টি.এম এমদাদুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড.শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.বাকী বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।