বিএনপির আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে হাইকোর্টে বিএনপি নেতা ইশরাক হোসেনের পক্ষে রিট খারিজের আদেশের পর সামাজিক মাধ্যমে একাধিক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
একটি ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম প্রশ্ন তোলেন, “কেন আওয়ামী লীগের সময় মজলুমদের জামিন হয় না, অথচ রাজনৈতিক প্রভাবশালী বা বিতর্কিতদের জামিন হয়ে যায়? কে এইসবের পেছনে থাকে? কোন আইন উপদেষ্টা বা বিচারকের আশীর্বাদে এসব হয়?”
তিনি আরো বলেন, “শাপলা চত্বরে প্রকাশ্যে হত্যাকাণ্ড, নয় মাসেও বিচার হয়নি—এই ব্যর্থতার দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল কি এড়াতে পারেন? তাহলে কি এখন তার পদত্যাগ চাওয়া আমাদের নৈতিক দায়িত্ব নয়?”
এর আগের দিন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভে বলেন, “আইন ও অর্থ উপদেষ্টা যদি বিএনপির দলীয় মুখপাত্রের মতো আচরণ করেন, তবে আমরা তাদের পদত্যাগ করাতে বাধ্য হব।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি দেশের কোনো নির্বাচন হতে দেবে না।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দেয়। ফলে তার শপথ গ্রহণে আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যার জের ধরে বিএনপির উপদেষ্টাদের বিরুদ্ধে সরব হয়েছে এনসিপি নেতারা।