২২ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৭তম আসরের। এর আগে বড় দুঃসংবাদ পেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ইনজুরির কারণে অর্ধেক টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা ওপেনার ডেভন কনওয়ে।৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টেও খেলতে পারবেন না তিনি।
ফ্র্যাকচার হওয়া আঙুলে অস্ত্রোপচার করাতে হবে কনওয়ের। যার কারণে প্রায় ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে শুরুর দিকে অর্ধেকাংশ সময়ের জন্য কনওয়েকে পাবে না চেন্নাই।বিষয়টি বড়সড় দুঃসংবাদই মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস এর জন্য।