গতকাল রোববার (১৪ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই-চেন্নাইয়ের ম্যাচে ঘটে এক মজার কাণ্ড। আইপিএলে চেন্নাই-মুম্বাইয়ের ম্যাচকে বলা হয় এল ক্লাসিকো, কারন দুদলের মাঠে লড়াইয়ে রোমাঞ্চ ছাড়ায় অনেক। আবার হরহামেশাই ঘটে অনেক মজার কাণ্ড। যা মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল ম্যাচে রোহিত শর্মার সাথে ঘটে যাওয়া ঘটনাটিও ছিলো এইরকমই।
মুম্বাই ইন্ডিয়ান্সের আকাশ মাধওয়ালের বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। বলটি হাওয়ায় ভেসে যেতে থাকে বাউন্ডারির দিকে। দৌড়ে এসে ক্যাচ ধরার চেষ্টা করেন রোহিত শর্মা। তবে ব্যর্থ হয়ে পড়ে যান মাটিতে। পড়ে গিয়ে স্লাইড করায় প্যান্ট খুলে যায় তার। এতে হাস্যরসের সৃষ্টি হয় পুরো স্টেডিয়ামে। ভারতীয় অধিনায়কের মুখেও দেখা যায় হাসি।