আর কিছুদিন পর ২২ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের ১৭তম আসরের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এই আসর শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক পোস্ট দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সোমবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমধ্যম ফেসবুকে এক পোস্টে ধোনি লেখেন, ‘নতুন মৌসুম ও নতুন দায়িত্বের জন্য আর অপেক্ষা করতে পারছি না। সঙ্গে থাকুন।’ মুহূর্তেই ভাইরাল হয় ধোনির করা পোস্টটি।
আইপিএলে ধোনি কোন ভূমিকায় আসছেন তা অনুমান করতে শুরু করেছেন তার ভক্ত-সমর্থকরা। অনেকেরই ধারণা হয়তো মেন্টর হিসেবে আসবেন তিনি। আবার কেউ কেউ কোচ হিসেবেই দেখছেন ধোনিকে।