আইপিএলে একের পর এক চমক দেখিয়ে চলেছেন মোস্তাফিজুর রহমান। টানা দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে জিতিয়েছেন নিজ দল চেন্নাই সুপার কিংসকে। আজ রাত ৮ টায় মোস্তাফিজের দল চেন্নাই লড়বেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
মোস্তাফিজুর রহমান, যার কিনা একাদশেই জায়গা পাওয়ার কথা ছিলো না হয়তো সেই ফিজই এখন চেন্নাইয়ের মধ্যমণি। এখনো পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার।
এ যেনো মোস্তাফিজের অন্যরকম রিইউনিয়ন। গেলো বছর গায়ে জড়িয়েছিলেন দিল্লির জার্সি, ছিলেন ব্যর্থতায় মোরা। এমনই অবস্থা ছেড়ে দিলো দিল্লি । আইপিএলের ১৭ নম্বর আসরে ফিজের দল পাওয়া নিয়েই তৈরি হয়েছিলো শঙ্কা। সেখান থেকে ইয়োলো আর্মিদের ডেরায় এসেই যেন পুনর্জন্ম হলো বাংলার কাটার মাস্টারের।
দুই ম্যাচ খেলে ৮ ওভারে ৫৯ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৬টি উইকেট। ইকোনোমি ৭.৩৭। আর গড় ৯.৮৩। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৪ উইকেট।