অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দীশালা পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনাকে পূর্ববর্তী সরকারের ‘আইয়ামে জাহেলিয়ার’ প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পরিদর্শন শুরু হয়। আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকার বেশ কয়েকটি বন্দীশালা পরিদর্শন করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন সদস্য গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, এ বিষয়ে দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস বলেন, “আপনারা নিজের চোখে দেখেছেন, তাই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। এটি একটি ভয়াবহ দৃশ্য। যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা আমাদের সঙ্গে ছিলেন এবং তাদের কাছ থেকেই আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনেছি। এসব ঘটনার কোনো ব্যাখ্যা হতে পারে না।”
তিনি আরও বলেন, “এমন গোপন টর্চার সেল সারা দেশে ছড়িয়ে আছে। কেউ বলছেন ৮০০টি, কেউ বলছেন ৯০০টিরও বেশি। এটি প্রমাণ করে, আগের সরকার সবক্ষেত্রে নিপীড়নের এক অন্ধকার অধ্যায় প্রতিষ্ঠা করেছিল।”
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।