কুড়িগ্রামে আওয়ামী লীগে নেতা শরিফুল ইসলাম সোহানকে (৪৪) পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।
গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে গতকাল রাতে চারজনের নাম উল্লেখসহ সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করে কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের দাফতরিক প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে রেজভি কবির চৌধুরী বিন্দুকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’