আত্মশুদ্ধি, গুনাহ মাফ, বিপদ-আপদ থেকে রক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লির অশ্রুসিক্ত আকুতি নিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত চলে ২৪ মিনিট। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি ও কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ জুবায়ের এ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের আগে কুরআন ও হাদিসের আলোকে বয়ান এবং হেদায়তি বয়ান অনুষ্ঠিত হয়।
বিশ্ব ইজতেমার ময়দান, তুরাগ নদীর তীর আর আশপাশের এলাকা গুঞ্জরিত হয় ইবাদত, জিকির, তাকবির ও তাসবিহর সুরে। রাজধানী ঢাকা, গাজীপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ ভোর থেকেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেন, কেউ কেউ তীব্র কুয়াশা উপেক্ষা করেও মোনাজাতে শরিক হন।
৩০ জানুয়ারি বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়। এর দুদিন আগ থেকেই মুসল্লিরা দলে দলে ময়দানে আসতে থাকেন। শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের বিশাল ঢল নামে, স্থান সংকুলান না হওয়ায় অনেকেই রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
দুই দিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশ-বিদেশের বিখ্যাত আলেমরা বিভিন্ন ভাষায় ইসলামি জীবনব্যবস্থা ও আখলাক নিয়ে বয়ান করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা মনোযোগ দিয়ে দ্বীনি শিক্ষা গ্রহণ করেন।
প্রথম ধাপের সমাপ্তির পর আগামীকাল দ্বিতীয় ধাপ শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।