জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনের কাউন্সিল কক্ষে এক বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়৷ প্রায় চার ঘন্টার সভার শেষে এই বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, অছাত্রদের হল থেকে বের করাসহ ও যৌন নিপীড়নে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন,’অছাত্রদের আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হল থেকে বের করা হবে। এছাড়াও তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমান জনিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে গ্রাফিতি আঁকার ঘটনায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি অর্মত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আগামীকাল রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’
#…..
রবিউল হাসান