দেশের কৃষকেরা পূর্বনির্ধারিত মূল্যেই সার কিনতে পারবেন। প্রতি কেজি ইউরিয়া সার ২৭ টাকা, ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা এবং এমওপি ২০ টাকায় কেনার সুযোগ থাকছে।
আজ শুক্রবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার না কেনার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। যদি কোনো ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করে, তাহলে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।
ডিলার পর্যায়ে সারের দাম নির্ধারণ করা হয়েছে— প্রতি কেজি ইউরিয়া ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা এবং এমওপি ১৮ টাকা।
২০২৩ সালের এপ্রিলে সারের দাম প্রতি কেজি ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। কৃষি মন্ত্রণালয় তখন জানায়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে আমদানি খরচ সামঞ্জস্যপূর্ণ রাখতে এবং সারের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সময় কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ৪৮ টাকা, ডিএপি ৭০ টাকা, টিএসপি ৫০ টাকা এবং এমওপি ৬০ টাকা। ৫ টাকা মূল্য বৃদ্ধির পরও সরকারকে ভর্তুকি হিসেবে ইউরিয়ায় ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা ও এমওপিতে ৪০ টাকা ব্যয় করতে হচ্ছে।