বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আদালত আজ, ১৩ এপ্রিল ২০২৫, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। টিউলিপ ব্রিটিশ এমপি হলেও তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইঝি। শেখ হাসিনার মেয়ে শেখ রেহেনা, ছেলে রেদওয়ান ববি সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের সঙ্গে টিউলিপ নিজেও পূর্বাচলে প্রভাব খাটিয়ে প্লট বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি মামলার চার্জশিট জমা দেওয়া হয়, যাতে হাসিনা পরিবারের ছয় সদস্যসহ মোট ১৬ জনের নাম রয়েছে। টিউলিপ অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আদালত আজ মামলাটি পর্যালোচনা করবে এবং অভিযোগ গঠন প্রমাণিত হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।
এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন ইউরো আত্মসাতের ঘটনায়ও তার নাম উঠে আসে। ওই সময় তিনি যুক্তরাজ্যের নগর মন্ত্রী ছিলেন, কিন্তু একটি বিতর্কিত ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ায় চাপের মুখে পদত্যাগ করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বাংলাদেশ সরকার ব্রিটেনের কাছে টিউলিপকে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারে, যার ফলে তিনি আন্তর্জাতিকভাবে পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। পরিস্থিতি টিউলিপের জন্য ক্রমেই জটিল হয়ে উঠছে।