ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে আড়াই মাস বয়সী সায়ান নামে একটি শিশু চুরির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটিকে চুরি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা শিমুল হোসেন সোমবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
শিশুটির মা হাসি বেগম ও দাদি পারভিন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত রবিবার (৯ মার্চ) বিকালে সায়ানকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল থেকে একটি অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেন এবং পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। দুপুরে ওই নারী তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং সন্ধ্যায় ইফতারও করেন।
ইফতারের প্রায় আধঘণ্টা পর শিশুটির মা হাসি বেগম টয়লেটে যাওয়ার সময় ওই নারী সায়ানের দেখভালের দায়িত্ব নেন। তাঁর আশ্বাস পেয়ে হাসি বেগম ও দাদি পারভিন শিশুটিকে রেখে টয়লেটে চলে যান। প্রায় ১৫ মিনিট পরে ফিরে এসে তারা দেখেন যে সায়ান সেখানে নেই।
শিশু চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন সায়ানের বাবা শিমুল হোসেনসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগী ও তাদের স্বজনরা। তারা শিশুটিকে দ্রুত উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: রকিবুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর হাসপাতালের সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে ওই নারীকে শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে তাঁর পরিচয় ও সন্ধান এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান জানান, পুলিশ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তিনি আশ্বাস দিয়েছেন যে খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হবে। এ ঘটনায় জড়িত চোর চক্রের সকল সদস্যকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।