দীর্ঘ ১৩ বছর পর কমিটি পাওয়ায় রং উৎসব ও আনন্দ মিছিলে মেতেছে হাবিপ্রবি ছাত্রলীগ। দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না থাকায় একটি অচলায়তনের মধ্যে দিয়ে সময় পার করেছে হাবিপ্রবি ছাত্রলীগ। কমিটি না থাকায় কোনো গোছানো ছাত্ররাজনীতি ছিলনা বিশ্ববিদ্যালয়টিতে।তাই এমন রং উৎসব ও আনন্দ মিছিলে মাতোয়ারা হয়েছে হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ জুন) ৪ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে সকলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত হোন।
উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা রঙ উৎসবে মেতে উঠেন।রঙ উৎসব শেষে হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক হাবিপ্রবি ছাত্রলীগের পক্ষ থেকে জিমনেসিয়ামের দেয়ালে অঙ্কনকৃত দেয়ালিকা উদ্বোধন করেন। উক্ত দেয়ালিকায় স্থান পেয়েছে অমর একুশে,৭ই মার্চ, ২৬ শে মার্চ,স্বাধীনতা যুদ্ধ সহ বাংলাদেশ ছাত্রলীগের লোগো, পতাকা এবং শ্লোগান “আমরা তো আছি ভয় কি বন্ধু জেগে ওঠো পদাতিক জয় জয় ছাত্রলীগ “।
এরপর সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিকেল ৫ টায় আনন্দ মিছিল শুরু হয়।প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে বিকেল ৫:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে আনন্দ মিছিলটি শেষ হয়।উক্ত আনন্দ মিছিলে হাজার হাজার ছাত্রলীগ নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সকলে পটকা ফাটিয়ে বক্সে ছাত্রলীগের থীম সং বাজিয়ে নাচে গানে মেতে ওঠেন।
রাত আটটার পর নেতাকর্মীরা আতশবাজি এবং ফানুস ওড়ানোই মেতে উঠেন।
রং উৎসব ও আনন্দ মিছিলে বক্তব্য প্রদানকালে হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন আকাশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দীর্ঘ ১৩ বছরের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৪ মে বাংলাদেশ ছাত্রলীগ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি দেয়।দীর্ঘদিন পর কমিটি হওয়ায় সকলেই আনন্দিত।তার বহিঃপ্রকাশ আজকের এই রং উৎসব ও আনন্দ মিছিলের মাধ্যমেই বোঝা যাচ্ছে। আমরা আজকে যেরকম রঙিনভাবে শুরু করছি আগামীতেও ছাত্রলীগের হাত ধরে বিশ্ববিদ্যালয় রঙিন হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে হাবিপ্রবি ছাত্রলীগ বদ্ধপরিকর।
হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,দীর্ঘ ১৩ বছর পর কমিটি পাওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী,শিক্ষক কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার লোক আনন্দিত এবং উচ্ছ্বসিত হয়েছে । আমরা তাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে আজকের রং উৎসব ও আনন্দ মিছিলের আয়োজন করেছি।আমরা আমাদের উপর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।তারই লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিতকরণ,ক্রীড়াঙ্গন, বিনোদন সহ সকল ক্ষেত্রেই আমরা ছাত্রলীগের পক্ষ থেকে কাজ করতে চাই।স্মার্ট জেনারেশন তৈরিতে আমরা ভূমিকা রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।সেইসাথে হাবিপ্রবি ছাত্রলীগকে একটি মডেল ইউনিটে রুপান্তর করে আমরা বাংলাদশের বুকে ছাত্র রাজনীতির রোল মডেল হতে চাই।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়